BRAKING NEWS

সাংসদরা সাসপেন্ড হওয়ায় মোটেও খুশি নই : বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে অবাঞ্চিত আচরণের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ৮ জন সাংসদকে। ৮ জন সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছেন স্বয়ং রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, সাংসদরা সাসপেন্ড হওয়ায় তিনি মোটেও খুশি নয় বলে জানিয়ে দিলেন চেয়ারম্যান নাইডু। সাংসদদের সাসপেনশন প্রত্যাহার-সহ তিনটি দাবিতে রাজ্যসভার অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ জানিয়েছেন, ৮ জন সাংসদকে সাসপেনশন প্রত্যাহার করতে হবে। মোট তিনটি দাবিতে মঙ্গলবার অধিবেশন থেকে ওয়াক-আউট করেন বিরোধীরা। এরপর রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানান, সাংসদরা সাসপেন্ড হওয়ায় আমি মোটেও খুশি নই। তাঁদের আচরণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও সদস্যদের প্রতি আমাদের রাগ নেই। অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুনর্বিবেচনা করুন এবং আলোচনার জন্য ফিরে আসুন।’


এদিন রাজ্যসভায় গুলাম নবী আজাদ বলেন, ‘সদনে যা কিছু হয়েছে তাতে কেউ খুশি নয়। জনগণ চাইছে তাঁদের নেতাদের কথা শোনা হোক…৮ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। সরকারকে আরও একটি বিল আনতে হবে, যাতে বেসরকারি কোনও সংস্থা খাদ্যশস্য সংগ্রহ করতে না-পারে। যতক্ষন না পর্যন্ত আমাদের দাবি মিটছে ততক্ষন অধিবেশন বয়কট করা হবে। এরপরই কক্ষ ত্যাগ করেন আজাদ-সহ বিরোধী সংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *