BRAKING NEWS

বেসরকারি হাসপাতালের আইসিইউর ৮০ শতাংশ করোনা রোগীদের জন্য সংরক্ষিত করা যাবে না, জানাল আদালত

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.): দিল্লির বেসরকারি হাসপাতালগুলির আইসিইউ শয্যার ৮০ শতাংশ করোনা রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত করার যে নির্দেশ দিল্লি সরকার দিয়েছিল। মঙ্গলবার সেই নির্দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির হাইকোর্ট। বিচারপতি নবীন চাওলার ডিভিশন বেঞ্চ দিল্লির সরকারের নির্দেশিকাকে সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী বলে অভিহিত করেছে।


এদিন আদালত নিজেদের রায় জানিয়েছেন অসুস্থতা কখনওই সংরক্ষণের মাপকাঠি হতে পারে না। দিল্লি সরকারের এমন নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন অ্যাসোসিয়েশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার। তারা পিটিশন দায়ের করে দিল্লি সরকারের এমন নির্দেশিকার ওপর নিষেধাজ্ঞার দাবি জানান।পিটিশনের জানানো হয়েছে করোনা বাদে অন্যান্য রোগের চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা ব্যাহত হবে।


এই প্রসঙ্গে দিল্লির সরকার এবং কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে আদালত।পিটিশনে আরও জানানো হয়েছে দিল্লির সরকারের এমন সিদ্ধান্ত কোন রকমের আলোচনা না করেই নেওয়া হয়েছে। অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের দিকে কোনো রকমের নজর না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দিল্লির সরকারের এমন নির্দেশিকা বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *