নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.) : প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে মহিলাদের একটি বিশাল ক্ষেত্র খুলে দিল ভারতীয় নৌবাহিনী। এই প্রথম যুদ্ধজাহাজ থেকে বায়ুবাহিত কৌশল নিয়ন্ত্রণ করবেন নৌবাহিনীর দুই মহিলা অফিসার সাব লেফটেনেন্ট কুমুদিনী ত্যাগি এবং সাব লেফটেনেন্ট রীতি সিং যুদ্ধজাহাজ থেকে বায়ুবাহিত কৌশল নিয়ন্ত্রণ করবেন। এতদিন এই ক্ষেত্রটিতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এতদিন পর্যন্ত নৌবাহিনীতে মহিলাদের নিয়োগ করা হলেও তাঁদের যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না। ক্রিউ কোয়ার্টারগুলিতে নিরাপত্তার অভাব, মহিলাদের ব্যবহারের মতো শৌচাগার না থাকা সহ বিভিন্ন কারণে মহিলাদের যুদ্ধজাহাজে বেশি সময়ের জন্য পোস্টিং দেওয়া হত না। তবে তা এবার পালটাতে চলেছে। নৌবাহিনীর মাল্টি-রোল হেলিকপ্টার অপারেট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কুমুদিনী ত্যাগী এবং রীতি সিংকে। এই দুই মহিলা অফিসারকে যুদ্ধজাহাজে মোতায়েনের সিদ্ধান্ত যুগান্তকারী বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট মহলের।