নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): মাদকের সঙ্গে মুম্বই চলচ্চিত্র জগতের সম্পর্ক নিয়ে সংসদ চত্বরে নিন্দায় সরব হলেন বিজেপি সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মানুষকে মাদকাসক্ত করে মেরে ফেলে বলিউড বলে দাবি করেছেন তিনি।সোমবার সংসদ চত্বরে হাতে তিনটি প্ল্যাকার্ড নিয়ে বলিউডের সঙ্গে মাদকের সম্পর্ক নিয়ে নিন্দায় সরব হন রূপা গঙ্গোপাধ্যায়।
এদিন রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুম্বই চলচ্চিত্র জগৎ মানুষকে মাদকাসক্ত করে মেরে ফেলে। নারীদের প্রতি ক্রমাগত অপমান করে যাওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ নেয় না।মুম্বাই পুলিশ নীরব।তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না।অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষ যৌন নির্যাতনের অভিযোগ করেছেন তা নিয়ে বলিউড কেন নীরব? মুম্বই পুলিশ কেন অনুরাগ এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না?
উল্লেখ করা যেতে পারে, বলিউডের সঙ্গে মাদক সম্পর্ক নিয়ে সংসদে সরব হয়েছিলেন অভিনেতা রবি কিষাণ।একই ইস্যুতে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।বলিউডের ভাবমূর্তি এইভাবে কলুষিত করার জন্য নাম না করে এই দুই অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন জয়া বচ্চন।