নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): রাজ্যসভায় বিরোধী দলের আটজন সাসপেন্ড সাংসদের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। গণতন্ত্রের প্রতি কোন রকম আস্থা না দেখিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে অভব্য আচরন করে এক ধরনের গুন্ডাগিরি করে গিয়েছে ওই সাংসদরা বলে জানিয়েছেন তিনি।
সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী জানিয়েছেন, চেয়ারম্যান যখন কোন সাংসদের নাম নেন তখন রীতি অনুযায়ী সেই সাংসদকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া উচিত। চেয়ারম্যানের প্রতি অভদ্র আচরণ করে এই নিয়মের পরিপন্থী কেউ আগে কখনো হননি। আটজন সাংসদ অভব্য আচরণ করেছে। এটা এক ধরনের গুন্ডাগিরি। গণতন্ত্রের প্রতি যে কোনও আস্থা নেই সেটা তারা প্রমাণ করে ছেড়েছে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে লক্ষ্য করে পেপার ছুড়ে মারা হয়েছে। এমনকি তাকে গালিগালাজও করা হয়েছে। এমন ধরনের আচরণ একেবারে কাঙ্ক্ষিতই নয়।
উল্লেখ করা যেতে পারে, আট জন সাংসদের সাসপেন্ড হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে চলেছে কংগ্রেস। তারই পাল্টা এই মন্তব্য করেন প্রহ্লাদ যোশী।