নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২০ সেপ্ঢেম্বর৷৷ বিগত ১৮ এপ্রিল কোভিড- ১৯ জম্পুইহিলের কনপুই গ্রামের বাসিন্দা যুবক ও মহিলারা গ্রামের সুরক্ষা দেওয়ার জন্য লকডাউন এর দায়িত্ব পালন করেন৷ ওই এলাকায় রাস্তার পূর্ব দিকে মিজোরাম পশ্চিম দিকে ত্রিপুরা৷ এলাকাবাসী জানান যুবক ও মহিলারা দায়িত্ব পালন চলাকালীন সময়ে মিজোরামের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের দুই জওয়ান এিপুরা সিমানার ভেতরে এসে এক মহিলাকে শ্লীলতাহানি করেন ও মেরে ফেলার হুমকিও দেন৷
তাই ওই গ্রামের মহিলা (ভাংমুন থানায় একটি মামলা করতে আসেন এর লিখিত অভিযোগ থানায় না রাখায়৷ কাঞ্চনপুর থানায় এসে মামলা করেন ২৩ শে এপ্রিল৷ কাঞ্চনপুর থানা থেকে মামলাটি ২৪ এপ্রিল ভাংমুন থানায় পৌঁছে দেয়৷ পাঁচ মাস যাবৎ কোন ধরনের সুবিচার না পাওয়ায়৷ আজ ত্রিপুরার কনপুই এলাকার মহিলারা ভাংমুন থানায় যানওসির সাথে কথা বলার জন্য৷ মহিলারা জানান থানার ওসি উনার বাসভবনে আছে দেখতে পাই৷ ওই এলাকাবাসী থানার ভিতরে গিয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলেন৷ ওসির সাথে উনারা কথা বলবেন বলে জানান খবর দিলেও ওসি থানায় আসেননি৷ এলাকাবাসী থানা ডিউটি অফিসারের সাথে কথা বলেন৷ এক সপ্তাহর ভিতরে যদি মহিলার শ্লীলতাহানি মামলা এর কোন অগ্রগতি না দেখা যায় তাহলে এলাকার মহিলারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং মহিলা কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান৷

