নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভায় বাদল অধিবেশনে আজ সোমবার দুটি নতুন এবং আটটি সংশোধনী বিল পাস হয়েছে৷ বিরোধীরা ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ায় বিলের বিরোধিতা কেউ করেননি৷ সমস্ত বিল আজ ধবনিভোটে পাস হয়ে গেছে৷
আজ বিধানসভা এক দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ১০টি বিল পেশ করেছিল সরকার৷ এদিন ত্রিপুরা জল বোর্ড বিল এবং ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস সিটিজেনস বিল এই দুটি নতুন বিল বিধানসভায় পাস হয়েছে৷ এছাড়া, দ্যা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বিল, ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিল, ত্রিপুরা ফিস্কাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট বিল, ত্রিপুরা এগ্রিকালচার প্রডিউস মার্কেটস বিল, দ্যা ইন্ডিয়ান স্ট্যাম্প বিল, দ্যা কোর্ট ফিজ বিল, ত্রিপুরা এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন বিল, মন্ত্রী ও বিধায়কদের বেতন-ভাতা বিল এই আটটি সংশোধনী বিল আজ বিধানসভায় পাস হয়েছে৷ সমস্ত বিল কোনও বিরোধিতা এবং আলোচনা ছাড়াই ধবনি ভোটে পাস হয়েছে৷
শুধু মন্ত্রী-বিধায়কদের বেতনভাতা সংক্রান্ত সংশোধনী বিল সম্পর্কে সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ বিধানসভাকে অবগত করেন৷ তিনি বলেন, করোনার প্রকোপ মোকাবিলায় আর্থিক সহায়তা বাবদ মন্ত্রী, বিধায়ক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতার বেতনের একটা অংশ কেটে রাখার সিদ্ধান্ত হয়েছিল৷ সে মোতাবেক এই সংশোধনী বিল আনা হয়েছে৷ তাতে কী পরিমাণ অর্থ সহায়তা বাবদ কেটে রাখা হচ্ছে তার পূর্ণ বিবরণ রয়েছে৷ তিনি জানান, আগামী মার্চ পর্যন্ত এই সংশোধনী বিল কার্যকর থাকবে৷