গৃহবধূকে খুন, অভিযোগের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ সেপ্ঢেম্বর৷৷ খুনের অভিযোগের তিন ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকার বাসিন্দা রেশমি বেগম ( ২০ ) কার্মী বাজারের বাসিন্দা মাসুদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ বিবাহের কিছুদিনপর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি৷ রেশমি বেগমের মামা অভিযোগ করেন গতকাল রাত্রিবেলায় রেশমি বেগমকে অসুস্থ অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতাল নিয়ে আসে স্বামীর বাড়ীর লোকজন৷
পরবর্তী সময় জেলা হাসাপালে কর্তব্যরত চিকিৎসক রেশমি বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করেন৷ কিন্ত রেশমি বেগমকে গোমতী জেলা হাসপালে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমী বেগমকে মৃতবলে ঘোষনা করেন৷ রেশমী বেগমের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে উর মামা আজ শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করেন৷ উনাদের অভিযোগ রেশমী বেগমকে উনার শশুর বাড়ীর লোকজনেরা মেরে ফেলেছে৷ জানাযায় রেশমী বেগম তিন মাসের গর্ভবতী৷


উর শশুর বাড়ীর লোকজনেরা রেশমী বেগমকে মেরেফেলেছে বলে অভিযোগ৷ এই নিয়ে রেশমী বেগমের স্বামী মাসুদ মিয়া, স্বামীর বড়ভাই ইনু মিয়া ও শশুর আবদুল বাসাদ এর নামে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যে উদয়পুর থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান রেশমি বেগমের মামা অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করাহয়৷ এই নিয়ে শান্তির বাজার থানা ৫৩ / ২০২০ কেইস নাম্বারে কেইস লিপিবদ্ধ করেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮ এ / ৩০৪ বি/ ৩৪ আই পি সি ধারায় মামলা গ্রহনকরাহেয়েছে৷ এই নিয়ে অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া ও স্বামীর বড়ভাই ইনুমিয়াকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷