BRAKING NEWS

আগরতলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর কালিবাড়ি সংলগ্ণ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সুনীল কৃষ্ণ শর্মা৷ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পরিবারের কোন তরফ থেকে দাবি করা হয়েছে৷


তবে পুলিশ যাওয়ার আগেই মৃতদেহটি নামিয়ে দেওয়া হয়৷ঝুলন্ত মৃতদেহ নামিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়েও নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে গিয়ে কৃষ্ণনগর এলাকার ওই বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভবে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায় মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *