শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি. স.): সমস্ত ধরনের পন্থা অবলম্বন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। শনিবার এমনই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।
শনিবার সাংবাদিকদের সম্মেলনে তিনি জানিয়েছেন, শুক্রবার জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য পেয়েছে পুলিশ। রাজৌরি জেলা থেকে তিন লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্র থেকে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। পুলিশকর্মীদের দেখামাত্রই গ্রেনেড ছোড়ে জঙ্গীরা।কিন্তু সৌভাগ্যবশত সেই গ্রেনেডটি বিস্ফোরণ করেনি। ধৃতদের কাছ থেকে দুটি একে ৫৬ আগ্নেয়াস্ত্র, দুটি পিস্তল, চারটি গ্রেনেড এবং এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে এই অর্থটি তারা পাকিস্তান থেকে পেয়েছে।উপত্যকায় জঙ্গী বাড়বাড়ন্তকে আরও বেশি বৃদ্ধি করার লক্ষ্যে পাকিস্তান এই অর্থসাহায্য জঙ্গিদের করে চলেছে।ড্রোন ব্যবহার করে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করে এবং অনুপ্রবেশ ঘটে জম্মু-কাশ্মীর কে অশান্ত করতে তৎপর পাকিস্তান। মাদক পাচার করেও জঙ্গিদের হাতে অর্থ তুলে দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র পাচার করতে গিয়ে দুজন ব্যক্তিকে গ্রেফতারর করা হয়েছে। পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে তৎপর জম্মু ও কাশ্মীর পুলিশ।