নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি. স.): করোনা মহামারীর জেরে দেশজুড়ে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে এমন দাবী দীর্ঘদিন ধরেই চিকিৎসকদের একটি অংশের তরফ থেকে দাবি করা হচ্ছিল। একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা তথা সাংসদ কে জে আলফোনস।
শনিবার রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন করোনা মহামারী জেরে যক্ষ্মার মতন রোগের বিরুদ্ধে অভিযানের গতি কমে গিয়েছে। শনিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে বর্ষীয়ান এই বিজেপি নেতা দাবি করেছেন, গোটা দেশজুড়ে ২৪ লক্ষ যক্ষ্মা রোগী আছে। করোনার বিরুদ্ধে মনোনিবেশ করতে গিয়ে যক্ষ্মার বিরুদ্ধে অভিযানের গতি কমে গিয়েছে।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। দলীয় সাংসদদের এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি।