BRAKING NEWS

সামাজিক মাধ্যমে কর্মসংস্থান নিয়ে অস্বস্তিতে কেন্দ্র

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.): বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।বিদেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।কিন্তু সামাজিক মাধ্যম অন্য কথা বলছে।সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্ম দিনের ট্রেন্ডের বদলে অন্য ঘরানার ট্রেন্ড খুব জনপ্রিয় হয়ে উঠছে।আর সেই ট্রেন্ডটি মোটেও কেন্দ্রের শাসক দলের কাছে সুখকর নয়।সামাজিক মাধ্যমে এদিন এক নম্বর ট্রেন্ড ছিল জাতীয় বেকার দিবস পালন করা।যা কিনা সরকারের যুবা বিরোধী ভাবমূর্তি প্রকট করে তুলেছে।ফলে বিজেপির অন্দরে চিন্তার ভাঁজ বৃদ্ধি পেয়েছে।এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনি দাবি তুলেছেন এই সরকার কবে যুবক-যুবতীদের কর্মসংস্থানের সম্মান দেবে।কয়েক লক্ষ যুবক যুবতী সামাজিক মাধ্যমে কর্মসংস্থান নিয়ে সওয়াল করে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *