নন্দননগরে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দূর্ঘটনায়, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ নন্দননগরে ডিডাব্লিউ এস দপ্তরের সামনে দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম সঞ্জয় রুদ্র পাল৷ জানা যায় ডিডাব্লিউ এস দপ্তরের অফিসের সামনে একটি বোঝাই লরি দাঁড় করানো ছিল৷


ওই গাড়ি থেকে পাইপ নামানোর জন্য ৪ জন শ্রমিক গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন৷ হঠাৎ গাড়ি থেকে পাইপ নিচে পড়ে যায়৷গাড়ি থেকে পড়ে যাওয়া পাইপের নিচে চাপা পড়ে সঞ্জয় রুদ্র পাল নামে এক শ্রমিক৷ অন্যান্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন৷৷ চিৎকার শুনে স্থানীয় লোক জনরা বের হয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷


খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ বহু চেষ্টা করেও পাইপের নিচ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না৷ পরিস্থিতি বেগতিক দেখে জেসিপি সরিয়ে শ্রমিককে পাইপের নিচ থেকে উদ্ধার করা হয়৷আশঙ্কাজনক অবস্থায় শ্রমিকের করে দমকল বাহিনীর জওয়ানরা জিবি হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পাইপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ থেকে পাইপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর সংবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠেন৷ তারা উত্তেজিত হয়ে এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন৷পুলিশ ও নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *