নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.): কৃষি নিয়ে কেন্দ্রের প্রস্তাবিত তিনটি বিলের বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে ভোট দেবে আম আদমি পার্টি। বৃহস্পতিবার মহালয়ার দিন টুইট করে এই কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এদিন হিন্দিতে লেখা এক টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কৃষি এবং কৃষি কাজের জন্য যে তিনটি বিল সংসদে পেশ করতে চলেছে তা কৃষক বিরোধী। এই বিলগুলি বিরুদ্ধে গোটা দেশজুড়ে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিলগুলিকে প্রত্যাহার করা। সংসদে এই বিলগুলোর বিরুদ্ধে ভোট দেবে আম আদমি পার্টি।
উল্লেখ করা যেতে পারে, বুধবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভুপেন্দ্র সিং হুডা জানিয়েছিলেন, যে তিনটি বিল কেন্দ্রীয় সরকর সংসদে পেশ করতে চলেছে তা কৃষক বিরোধী। রাজ্য বিধানসভায় এই নিয়ে বিশেষ অধিবেশন ডাকা উচিত। কার্যত স্বৈরতান্ত্রিকভাবে এই বিলগুলি নিয়ে এসেছে কেন্দ্র।