নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.): রাজস্থানের যোধপুরে ২০১৭ সালে ন্যাশনাল ল ইউনিভার্সিটির পড়ুয়া বিক্রান্ত নাগায়চ রহস্যজনক মৃত্যু তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বুধবার বিচারপতি আর এফ নরিমানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজস্থান সরকারের ক্লোজার রিপোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে।শুনানি চলাকালীন রাজস্থান সরকারকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট।কারণ রাজস্থান সরকার আদালতকে জানিয়েছিল যে তারা এই মামলার তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে চায় না।২০১৭ সালের ১৪ আগস্ট সন্দেহজনক পরিস্থিতিতে যোধপুরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে থাকা রেললাইনে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। ওই পড়ুয়াকে শেষ দেখা গিয়েছিল বন্ধুদের সঙ্গে রাত্রিবেলা খাবার খেতে বেরোনোর সময়।মৃত ছাত্রের মা আদালতে পিটিশন দিয়ে অভিযোগ করেছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সন্তানের মৃত্যু সংবাদ দিতে দেরি করেছিল। পাশাপাশি পরিবারের তরফ থেকে আরো জানানো হয় তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই পড়ুয়া হতাশায় ভুগছিল। পুলিশও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে গড়িমসি করেছিল।
2020-09-16