নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারকে ফের তীব্র আক্রমণ, সেই সঙ্গে কটাক্ষও করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার টুইট করে রাহুল লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে একের পর এক অলীক কল্পনাই করেছে বিজেপি সরকার।’ আরোগ্য সেতু অ্যাপ, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, আত্মনির্ভর হয়ে ওঠা-প্রভৃতি বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষই করেছেন রাহুল গান্ধী।
হিন্দি প্রবাদের সঙ্গে রাহুল টুইটারে লেখেন, ‘২১ দিনে করোনাকে পরাজিত করব। আরোগ্য সেতু অ্যাপ সুরক্ষা করবে। ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ। আত্মনির্ভর হয়ে উঠুন। সীমান্তে কেউ অনুপ্রবেশ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।..কিন্তু একটি সত্য হল : বিপদে ‘সুযোগ’ পিএম কেয়ার্স।’ প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।