নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ প্রদেশ মহিলা কংগ্রেস মহিলা কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনগুলি রাজধানী আগরতলা শহর রাজ্যের সর্বত্র মহিলা কংগ্রেসের ৩৭ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করেছে৷ এ উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে এমন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে মহিলা কংগ্রেসের ৩৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী সহ অন্যান্যদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷
মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে পথচলতি মানুষ পুলিশ অফিসার সহ অন্যান্যদের মধ্যে বিতরণ করা হয়৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে৷এ উপলক্ষে রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ এদিনসাধারণ মানুষের মধ্যে মাক্স ও স্যানিটাইজার তুলে দিয়ে মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ মানুষের সুস্থতা কামনা করেন৷রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে৷