নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ করোনা আক্রান্ত হয়ে রাজ্যে আরও দশজনের মৃত্যু হয়েছে৷ মঙ্গলরাজ্য সরকারের তরফ থেকে প্রচারিত মিডিয়া বুলেটিন সূত্রে এই সংবাদ জানা গিয়েছে৷ বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২১৭৷
এদিকে, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭০৪০ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৬৯৫ জন৷ সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৫ জন৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫১০ জন৷ অন্যদিকে চুরাইবাড়ি দিয়ে রাজ্যে সোমবার এসেছেন ৬৫৮ জন৷ সরকারী তথ্যে জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড -১৯ এর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৬৪ জনের৷