নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনাই ঘটেনি। ফের জানিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনা ঘটেনি। ‘বিগত ছ’মাসে পাকিস্তান এবং চিন থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা কী সত্যি?’ এই প্রশ্নের উত্তরে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনা ঘটেনি।
তবে, পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ সম্পর্কে নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিগত ছ’মাসে-ফেব্রুয়ারিতে ০, মার্চে ৪, এপ্রিলে ২৪, মে মাসে ৮, জুনে ০ এবং জুলাই মাসে ১১ বার ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বহুবার কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।