নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : লকডাউন করে করোনাকে কি রোধ করা গিয়েছে?রাজ্যসভায় দাঁড়িয়ে সরকার পক্ষকে উদ্দেশ্য করে এই প্রশ্নই ছুড়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। কেন্দ্রকে কটাক্ষ করে আনন্দ শর্মার দাবি কোন বৈজ্ঞানিক যুক্তির উপর ভিত্তি করে করোনার বিরুদ্ধে লকডাউনকে কার্যকারী অস্ত্র হিসেবে দেখিয়েছিল সরকার?
দেশের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন লকডাউনের জেরে ১৪ থেকে ২৯ লক্ষ আক্রান্তের সংখ্যা কমানো গিয়েছে। এমনকি ৩৭ থেকে ৭৮ হাজার মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো গিয়েছে। এই প্রসঙ্গে বুধবার আনন্দ শর্মা জানিয়েছেন কোন বৈজ্ঞানিক যুক্তি উপর ভিত্তি করে এমন দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে আনন্দ শর্মা বলেছেন পরিযায়ী শ্রমিকদের যে অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে তার তথ্য প্রকাশ করুক কেন্দ্র। পাশাপাশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্র যে সত্যটা লুকোচ্ছে সেটাও এদিন দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। আনন্দ শর্মার দাবি পরিযায়ী শ্রমিকরা যখন দেশের বিভিন্ন শহর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছিল তখন পথদুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছিল তাদের খতিয়ান কেন দিচ্ছে না সরকার।