BRAKING NEWS

জিবির অক্সিজেন কান্ড, গভীর ষড়যন্ত্রতদন্ত কমিটি গঠন করা হয়েছে : প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালে অক্সিজেন কন্ডে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে শুক্রবার রাতে জিবি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়া এবং বিধায়ক সুদীপ বর্মন ও এক ইঞ্জিনীয়ারের প্রবেশকে ঘিরে সমালোচনা করেছেন৷ পাশাপাশি তিনি এই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন৷


জিবিতে অক্সিজেন নেই বলে প্রচার প্রসঙ্গে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন কেউ ভেতরে ঢুকে যে কোন একটি জায়গা থেকে এই ছবি তুলেছে৷ জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারের জন্য লোক নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ একজন টি সি এস অফিসার দায়িত্বে আছেন৷ অথচ এই বিষয়ে কেউ কিছু জানেনা৷ কিন্তু শুক্রবার রাতে প্রায় ১২ টা ৪৬ মিনিটে সেই অক্সিজেন লেভেল জিরো কি করে হয় এই নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ তাও একটি ফ্লোরে এই ঘটনা ঘটেছে৷ এন টি এইচ বিল্ডিং এর তৃতীয় তলায় এটা হয়েছে৷

এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কাউকে কিছু না জানিয়ে একজন চিকিৎসক একজনকে ফোন করল , আর সেই সময় মত প্রস্তুত থাকল গাড়ি ও চালক৷ তারা জিবিতে আসেন এবং বিনা অনুমতিতে জিবির লিভার অন — অফ করেছেন এটা জানা প্রয়োজন৷ এই অন্তর্ঘাত নিয়ে এম এস কে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করার জন্য৷ এই নিয়ে আভ্যন্তরীণ তদন্ত হবে৷ একই সঙ্গে সরকারের কাছে আবেদন জানান এই অন্তর্ঘাতের সুষ্ঠ তদন্ত করার জন্য৷ একই সঙ্গে অক্সিজেনের স্থানে সিসিটিভি ও টি এস আর মোতায়েনের বিষয়ে কথা হচ্ছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷
তিনি আরো চাঞ্চল্যকর অভিযোগ করেন রাতে তারা আসার আগে সেই স্থানে যারা দায়িত্বে ছিলেন তাদের ডেকে ১৫ মিনিটের জন্য সরিয়ে নেওয়া হয়৷ এটা সম্পূর্ণ অন্তর্ঘাত৷ মৃত্যু মিছিল তৈরিতে তারা জিবিতে এসেছিল বলে অভিযোগ করেন তিনি৷ ব্যক্তিগত ভাবে কারুর পছন্দ নাও হতে পারে৷ কিন্তু মানুষের জীবন নিয়ে যারা খেলছেন তাদের সতর্ক করে দেন৷ রাজ্যের মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলে জানান তিনি৷ তবে এটা অপ্রত্যাশিত নয়৷


এই অতিমারিতে সহযোগিতা না করে যারা অন্তর্ঘাত করছে তাদের মুখোশ প্রকাশ্যে আসবে বলে জানান তিনি৷ কেউ ট্যাকনিশিয়ান হিসাবে জিবিতে চাকুরী পায়নি৷ এটা বামেদের আমলে হয়েছে৷ এই ব্যক্তি চাকুরী পায়নি বলে তাঁর খেসারত সমগ্র রাজ্যের মানুষ দেবে এটা কাম্য নয়৷ সরকারকে বদনাম করতে এবং জিবির পরিষেবাকে নষ্ট করে তাদের মানসিকতায় চিড় ধরাতে এই চক্রান্ত করছে একটা অংশ৷ লিভার নামিয়ে অন্তর্ঘাত করা হয়েছে বলে চাঞ্চল্য কর অভিযোগ করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত না হয়ে পরিষেবা নিতে আসার জন্য আহ্বান জানান তিনি৷


রাজ্য সরকার, প্রশাসন, স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা এক জোট হয়ে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করে চলেছে৷ তবে যে কোন মৃত্যু বেদনা দায়ক৷ রাজ্যে ৩৬৪ জন স্বাস্থ্য কর্মী এই সময়ে কোভিড আক্রান্ত হয়েছে৷ জার মধ্যে ১৩৯ জন এক্টিভ কেইস রয়েছে৷ এরা প্রত্যেকেই চিকিৎসাধীন৷ প্রত্যেকেই তাদের দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ তাদের জন্য এখনো মর্টালিটি রেইট রয়েছে ০.৯৬ শতাংশ৷ মৃত্যু কাঙ্ক্ষিত নয়৷ তাঁর জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে৷ সমস্ত কিছু তৈরি করে মৃত্যুকে কমানো হচ্ছে৷ সমস্ত কাজ করছেন প্রশাসনিক আধিকারীক ও স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকেরা৷ তাদের মনোবল বাড়াতে কাজ করা হচ্ছে৷
সই জায়গায় শাসন, প্রশাসন ও স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের পরিশ্রমকে কিছু সংখ্যক লোক এবং কিছু সংখ্যক ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একটা মানসিকতা তৈরির চেষ্টা চলছে৷ তিনি যখন যুক্ত থাকবে তখন সব ঠিক৷ আর তিনি যখন যুক্ত থাকবেন না তখন সব বেঠিক এই মানসিকতা তৈরি হচ্ছে৷ এর তীব্র নিন্দা জানান জিবির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক৷ শনিবার এজিএমসি-র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তিনি৷ মানুষ তাঁকে প্রতিষ্ঠিত করেছে৷
তাঁর পরেও চমক দেখানোর চেষ্টা করছেন কেউ কেউ৷ বিগত ২৫ বছরের সরকারকে সরাতে রাজ্যের মানুষ আস্থা রেখেছে৷ এই আস্থাকে ধরে রাখা সরকারের নৈতিক কর্তব্য ও অঙ্গীকার৷ প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি আরো বলেন জিবিতে আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব রয়েছে বলে প্রচার করা হচ্ছে৷ যারা এই কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে বলে মন্তব্য করেন তিনি৷ এরা সমাজের ভাল করছে না, রাজ্যকে বিপথগামী করার চেষ্টা করছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *