নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে বিয়ে করে চরম অশান্তির শিকার হচ্ছে এক গৃহবধূ৷ এ ব্যাপারে অভিযুক্ত স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে আগরতলা পশ্চিম মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্যাতিতা গৃহবধূ জানিয়েছে তার বাপের বাড়ি কলকাতায়৷ সামাজিক মাধ্যমে পরিচয় সূত্রে তার সঙ্গে বিয়ে হয়৷
বিয়ের পর কিছুদিন সুখ-শান্তিতে কার ছিল৷ কিন্তু সেই সুখ শান্তি স্থায়ী হয়নি৷ ভালোবেসে বিয়ে করে চরম অশান্তি সৃষ্টি হয়েছে৷
গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত দিচ্ছে না৷ স্বামী তনময় মজুমদার আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ৷নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গৃহবধু তার স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী তন্ময় মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷