নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ ২০১৮ থেকে ২০২০ শিক্ষাবর্ষে উপজাতি কল্যাণ দপ্তর থেকে বিএড পড়ার জন্য স্পন্সর করে৷ সেই অনুযায়ী তাদের পড়তে পাঠানো হয়৷ এটা তাদের জন্য ছিল সুখবর৷ কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি৷ অভিযোগ প্রথম বছর তাদের ফিস উপজাতি কল্যাণ দপ্তর বহন করে৷
শেষ বছরের বকেয়া টাকা এখনো প্রদান করেনি দপ্তর৷
সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি থেকে বার বার ছাত্র ছাত্রীদের চাপ দেওয়া হচ্ছে বকেয়া টাকা প্রদানের জন্য৷ টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা৷ অক্টোবর মাসে তাদের চূড়ান্ত পরীক্ষা হবে৷ তাঁর রুটিন দেওয়া হয়েছে৷ কি করবে তা নিয়ে উদ্বিগ্ণ ছাত্র ছাত্রীরা৷ ৫ দফায় দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে এই বিষয়ে অবগত করা হয়েছে৷ ১০ দিনের সময় তাদের কথা মত দেওয়া হয়েছিল৷
কিন্তু এখন দপ্তর থেকে কোন ধরনের সদুত্তর মিলছে না বলে অভিযোগ করেন বিএড স্পন্সর এর পড়ুয়ারা৷ দাবি জানান চূড়ান্ত বর্ষের বকেয়া টাকা প্রদান করুক গরীব উপজাতি ছাত্র ছাত্রীদের জন্য৷ কল্যাণ দপ্তর যেন অকল্যান না করেন৷ প্রায় ২০০ জন বিএইড স্পন্সর ছাত্র ছাত্রী এই সমস্যায় গভীর ভাবে চিন্তিত বলে জানান৷ শুক্রবার গুর্খা বস্তীস্থিত উপজাতি কল্যাণ দপ্তরে ফের একবার গিয়ে এই কথা জানান তারা৷ শুক্রবার দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে প্রয়োজনে হাঙ্গার স্ট্রাইকে বসবেন বলে হুশিয়ারী দেন৷