নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): চিন দখল করেছে ভারতীয় ভূখণ্ড! বারবার এই দাবি করে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চিনের দখলকৃত ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ফের ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার দাবি জানালেন, নরেন্দ্র মোদী সরকারের কাছে রাহুলের প্রশ্ন, ‘ ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে, ভারত সরকার ঠিক কবে ভাবনাচিন্তা করবে?’ শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘চিন আমাদের ভূখণ্ড দখল করেছে। আমাদের ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে, ভারত সরকার ঠিক কবে ভাবনাচিন্তা করবে? নাকি ঈশ্বরের উপরই ছেড়ে হবে?’
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে দু’দফায় মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত চলে সীমান্তে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনার জন্য আলোচনা। যদিও, বৈঠকের শেষে কোনও দেশের তরফেই আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি।