নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ সেপ্ঢেম্বর৷ একই রাতে কদমতলা থানাধীন ইচাইলালছাড়া গ্রামে এগারোটি বাড়িতে সাফাই অভিযান চালিয়ে কদমতলা থানার পুলিশ বাবুদের নজরদারি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল চোরের দল৷চোরের আতঙ্কে দিন কাটাচ্ছেন কদমতলা থানা এলাকার স্থানীয় জনগণ৷কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের ভূমিকা নিয়ে গুঞ্জন সর্বত্র৷ওসির বদলীর দাবি নিয়ে সরব কদমতলা থানা এলাকার সকল স্তরের জনগণ৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তঘেঁষা কদমতলা থানাধীন ইচাইলালছাড়া গ্রামে গতকাল রাতে সাফাই অভিযান চালায় নিশিকুটুম্বের দল৷ সংঘবদ্ধভাবে নিশিকুটুম্বের দল একই রাতে এগারোটি বাড়িতে সাফাই অভিযান চালায়৷ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২,৩ এবং ৫ নং ওয়ার্ডের স্থানীয় এগারো জন গৃহস্থের বাড়িতে রাতের আধারে সংঘবদ্ধভাবে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ গয়না ও গৃহপালিত পশু নিয়ে যায়৷ যদিও এর পূর্বে পরপর ইচাইলালছাড়া গ্রাম পঞ্চায়েতের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল৷ কিন্তু চোর ধরপাকড়াও করা দূরের কথা ওইসব এলাকায় কদমতলা থানার টহলদারি ব্যবস্থা করেননি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ কদমতলা থানার অকর্মণ্যতার সুযোগকে কাজে লাগিয়ে গতকাল গভীর রাতে সংঘবদ্ধভাবে এগারোটি বাড়িতে হানা দেয় চোরের দল৷
একই রাতে এগারোটি টবাড়িতে চোরের সাফাই অভিযান কদমতলা থানার ইতিহাসে প্রথম ঘটেছে৷ তাই আজ নিজের অস্তিত্ব রক্ষার্থে কদমতলা থানার গুণধর ওসি কৃষ্ণধন সরকার লোক দেখানোর নামে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ইচাইলালছাড়া গ্রাম পঞ্চায়েতের চুরি যাওয়া এগারটি বাড়িতে ঝটিকা সফর করেন৷ তবে গৃহস্বামী থেকে শুরু করে ওই এলাকার সাধারন জনগন থানার বড়বাবুর ঝটিকা সফর যে নাম কি ওয়াস্তে সার তা আর বুঝতে বাকি থাকেনি কারোর৷ কেননা কদমতলা থানার ওসির দায়িত্বে কৃষ্ণধন সরকার আসার পর থেকে তীর জুয়া চুরি সহ নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে৷ তবে গুণধর ওসি বাবু সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে না পারলেও মুখে যে সর্বক্ষণ ফুলজুরি ছড়াচ্ছেন তা সাধারণ জনগণ থেকে শুরু করে পুলিশের উচ্চ আধিকারিকদেরও জানা৷
স্থানীয়দের অভিযোগ কদমতলা থানার গুণধর ওসির আশীর্বাদে থানার এক পুলিশ অফিসার কদমতলা থানা এলাকায় মাসিক চাঁদা কালেকশন এর বিশাল সাম্রাজ্যও গড়ে তুলেছেন৷ তবে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত রয়েছে থানার বড়বাবুর৷ কদমতলা থানার গুণধর ওসির গুণকীর্তি নিয়ে স্থানীয় জনগণ পূর্বেও লিখিতভাবে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু আজ পর্যন্ত ওসি বহাল তবিয়তে রয়েছেন৷ সুতরাং স্থানীয়রা জোরালো দাবি তুলছেন কদমতলা থানা এলাকায় কদমতলা পুলিশের টহলদারি সঠিকভাবে দেওয়ার জন্য৷ পাশাপাশি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের অন্যত্র বদলীর দাবি তুলছেন স্থানীয় জনগণ৷