নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ অরুন্ধতী নগর থানা এলাকার প্রতাপগড় এর ঝুলন্ত ব্রীজ সংলগ্ণ এলাকায় এক মহিলাকে গতকাল গভীর রাতে কুপ্রস্তাব দিয়ে বিপাকে পড়েছে এক ব্যক্তি৷ অভিযুক্তের নাম রাকেশ ভট্টাচার্যী ওরফে টুনু ভট্টাচার্য৷ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আড়াইটা নাগাদ রাকেশ ভট্টাচার্য নামে এক ব্যক্তি অপর এক যুবকের সঙ্গে নিয়ে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকার এক বাড়িতে যায়৷
ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে৷গৃহকর্তা ঘর থেকে বের হয়ে আসলে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলেন ওই লম্পট৷ টাকার বিনিময়ে তার স্ত্রীকে ধর্ষণ করার চক্রান্ত করে সে৷ মহিলাকে ঘর থেকে বের করে না দিলে পরিণতি ভয়ংকর আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেয়৷ শেষ পর্যন্ত তার অপপ্রয়াস ব্যর্থ হয়৷ রাত পোহাতে এ ব্যাপার অরুন্ধতী নগর থানায় এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য খুঁজছে৷ সে পলাতক বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷