নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে৷ এই অবস্থায় পশ্চিম জেলার অবস্থা উদ্বেগ জনক৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যার একটা বড় অংশ থাকছে পশ্চিম জেলার৷ পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ বিনা মাস্কে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদের করা হচ্ছে জরিমানা৷ একাধিক জরিমানা আদায় করা হলেও একটা অংশ এখনো এই নির্দেশ মানছে না৷ নিয়ম ভাঙ্গার প্রবণতা তাদের মধ্যে অধিক৷
বুধবার সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান এখনো পর্যন্ত ৭ লক্ষ ১০ হাজার ৫৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে মাস্কের জন্য৷ কিন্তু এর পরেও একটা অংশ বাজারে হাটে , রাস্তাঘাটে বিনা মাস্কে বের হচ্ছে৷ তারা বিভিন্ন জায়গায় ভীর করছে৷ যে কারনে সমস্যা আরো বাড়ছে৷ এই অবস্থায় সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান একা স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সামাল দেওয়া সম্ভব নয়৷ মানুষকে এই ক্ষেত্রে সতর্ক হয়ে নিয়ম মেনে চলতে হবে৷ তাই সকলে অযথা ভীড় না করে, সরকারী নির্দেশ কঠোর ভাবে মেনে চলার বার্তা দেন তিনি৷