BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে একজনের মৃত্যু, গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা/ উদয়পুর/ তেলিয়ামুড়া, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন৷
পথের বলি সেটা যেন মনে হয় নিত্যদিনের একটা ঘটনা৷ কারন কোন মতেই যেন থামছে না যান দুর্ঘটনা৷ প্রত্যকদিন বিশালগড়ের জাতীয় সড়কের উপর কত মায়ের কুল খালি হচ্ছে তার সাক্ষি রয়েছে বিশালগড়বাসী৷ মঙ্গলবার দুপুরে বিশালগড় ইলেকট্রিক অফিস সংলগ্ণ জাতীয় সড়কের উপর এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে৷ মেলাঘর থানাধীন বৈরাগী বাজার এলাকার অতনু দে(২৮) বাড়ি থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় ইলেকট্রিক অফিস সংলগ্ণ জাতীয় সড়কের উপর একটি দ্রুত গামী মিনি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তার বাইক৷ অতনু দে এর পালসার বাইকটিকে ধাক্কা মারে এবং সাথে সাথে চালক অতনু দে মাটিতে ছিটকে পড়ে এবং তার মাথার এক পাশে থেথলে যায় এবং প্রচন্ড রক্তক্ষরন হয়৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাটি বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে তরিঘরি দুর্ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়৷ জানা যায় মৃত অতনু দে এর মা মেলাঘর উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারী কর্মচারী হিসেবে নিযুক্ত৷ খবর পেয়ে নিহতের বাবা এবং ভাই হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে৷


পালসার বাইক দিয়ে আগরতলার দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে৷ পরে বিশালগড় থানার পুলিশ বাইকটি থানায় নিয়ে আসে এবং পুলিশ সুত্রে খবর ধাক্কা মেরে পালিয়ে যাওয়া গাড়িটাকে বিশ্রামগঞ্জ থানায় আটক করা হয়েছে৷ বর্তমানে মৃৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক৷
এদিকে, আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরের সাধু পাড়ায় বাইক ও অলটো গাড়ির মধ্যে সংঘর্ষে দুই বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন৷ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে গিয়ে আহত ২ বাইক আরোহীকে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷অলটো গাড়ির চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে চম্পকনগর এবং জিরানিয়া থানার পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷ দুর্ঘটনায় বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷
এদিকে বনমালী পুরের পুর্বাসার পাশে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়৷ জানা যায় নতুন একটি শো রুম থেকে বের করে বাড়ি নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ বাইকটি রাস্তার পাশে ড্রেনে পড়ে গেলেও হতাহতের কোনো খবর নেই৷ বাইক চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷


তাছড়া যান দুর্ঘটনা ঘটলো উদয়পুরের রমেশ চৌমুহনী সংলগ্ণ ডিজিটাল ট্রাফিক পোস্ট এর সামনে৷ ঘটনার বিবরণে জানা যায়, বাইক আরোহী ট্রাফিক সিগন্যাল অমান্য করে সজোরে ধাক্কা দেয় অপর এক বাইক আরোহীকে৷ মুখোমুখি এই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক বাইক চালক৷পরে উদয়পুর অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা এসে আহত ব্যক্তি কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পুরো এলাকা৷ এদিকে, উদয়পুর থেকে তুলামুড়াতে কেরোসিন তেলের ব্যারেল রেশন শপে নিয়ে যাওয়ার সময় আচমকা উদয়পুরে ছোট মাল গাড়িটিতে আগুন ধরে যায়৷ গাড়ী চালক আগুন দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকাবাসীরা ছুটে আসে৷ পরবর্তী সময়ে অগ্ণিনির্বাপক দপ্তর খবর দেয়া হয়৷ যদিও অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা আসার আগে আগুন নিভিয়ে ফেলে৷


অন্যদিকে, পথ দুর্ঘটনায় আহত এক যুবক৷ ঘটনার সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন তুসিন্দ্রাইবাড়ি জাতীয় সড়কে৷ আহত যুবকের নাম অভিজিৎ চৌধুরী৷ বয়স ৩৫ বছর৷ আহত যুবককে হাসপাতালে নিয়ে আসা এক যুবক জানায়, তুসিন্দ্রাইবাড়ি কলোনি এলাকার বাসিন্দা অভিজিৎ চৌধুরী নিজের টট্ট-০১জ্র-৫৫৫০ নাম্বারের বাইক চালিয়ে তেলিয়ামুড়া থেকে নিজ বাড়ি যাওয়ার সময় তুসিন্দ্রাইবাড়ি জাতীয় সড়কে থামানো অবস্থায় থাকা একটি লরির সাথে ধাক্কা লাগে৷ ফলে বাইক চালক তার নিজের বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ কিন্তু দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহত অভিজিৎ চৌধুরীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হসাপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *