নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রবিবার ভোরে দামছড়া থানার অন্তর্গত পিপলা ছড়া এ.ডি.সি ভিলেজের রঞ্জনি পাড়ার এক নং ওয়ার্ডে ক্ষতবিক্ষত অবস্থায় এক জনের মৃতদেহ উদ্ধার হয়৷ একই সাথে আরও দুই জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী৷ ঘটনার বিবরনে জানা যায় শনিবার রাতের কোন এক সময়ে ঐ এলাকার বাসিন্দা কৃতনজয় রিয়াং ও তার স্ত্রী ম্রংতি রিয়াং এবং একমাএ কন্যা লক্ষিতা রিয়াং-কে দুষৃকতীরা প্রানে মারার চেষ্টা করে৷
এতে ঘটনাস্থলে বাড়ির কর্তা কৃতনজয় রিয়াং মৃত্যুর কোলে ডলে পরে৷ গুরতর আহত অবস্থায় ম্রংতি রিয়াং প্রতিবেশীদের স্বরনাপন্ন হয়৷ তখন তাদের আদরের একমাএ কন্যা গুরুতর ভাবে আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে জঙ্গলে৷ ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় দামছড়া থানার পুলিশকে৷ দামছড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কা জনক অবস্থায় ম্রংতি রিয়াং ও তার মেয়েকে উদ্বার করে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরন করে৷ পাশাপাশি কৃতনজয় রিয়াং এর মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য৷ এইদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ প্রাথমিক ভাবে জানা গেছে এলাকায় কর্মরত এক জন হাতির মাহুত ঘটনার জন্য দায়ী৷
নাম জানা না গেলেও ঐ দুষৃকতির বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহরে বলে জানা গেছে৷ ঘটনার পর সে দুটি হাতি নিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঝ পথে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে হাতি দুটিকে ফেলে পালিয়ে যায়৷ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত দুষৃকতিকে জালে তোলার জন্য তল্লাসি অভিযান চালিয়ে যাচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷