BRAKING NEWS

মূল্যবৃদ্ধি রুখতে ময়দানে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজার৷ আর মহারাজগঞ্জ বাজারে আলু, পেঁয়াজ সহ কাঁচা সব্জির মূল্য লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে৷ আর এটা কোন নতুন বিষয় নয়, লক ডাউনের সুযোগ নিয়ে বাজারে কিছু অসাধু ব্যবসায়ি সামগ্রীর মূল্য বৃদ্ধি করে চলেছে মর্জিাফিক৷


আর ক্রতাদের কাছ থেকে প্রায়ই এই ধরনের অভিযোগ পাওয়ার পর রবিবার বাস্তব মুল্য যাচাই করতে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন৷ এদিন ডিসিএম অনিমেষ ধরের নেতৃত্বে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়৷ পরে ডিসিএম অনিমেষ ধর জানান ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে আলুর দাম বেশী রাখার সত্যতা পাওয়া গেছে৷ পুরনো আলু ২৯ টাকা পাইকারি বিক্রি হলেও বাজারে তা বিক্রি করা হচ্ছে ৩৫ টাকা কেজিতে৷পেঁয়াজও একই ভাবে অনিয়ম করে চলেছে৷ তাই ব্যবসায়িদের সর্তক করে দেওয়া হয়েছে৷ দোকানে লাগিয়ে দেওয়া হয়েছে আলু পেয়াজের মূল্য৷ এমনকি কাঁচালঙ্কার ল্যও বৃদ্ধি ঘটেছে৷ লক্ষ্য করা যায় রাজ্যে আমদানিকৃত বহিঃ রাজ্যের লঙ্কা এবং স্থানীয় লঙ্কার মধ্যে দামের সঠিক মূল্য নেই৷ একই মুল্যে লঙ্কা বিক্রি করতে হবে৷ আর এই বিষয়গুলি নিয়ে ব্যবসায়িদের সাথে কথা হয়েছে৷ পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়ীদের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি৷
আর যদি এই ধরনের অনিয়ম পুনঃবৃত্ত হয় তাহলে আইনি ব্যবসা নেওয়া হবে বলেও জানান৷ তবে প্রশ্ণ হলও লকডাউনের পর থেকে এই ধরনের অভিযোগ পেয়ে বহু আধিকারিক বাজার পরিদর্শন করেছেন৷ কিন্তু বাস্তবে কতটা মুল্য সঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছেন তা নিয়ে অবশ্যই ক্রেতাদের মধ্যে প্রশ্ণ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *