খোয়াইয়ে নাশকতার আগুনে পুড়ল সিপিএম পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গত মধ্যরাতে খোয়াইয়ের গনকি সিপিআইএম পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে৷ গভীর রাতে অগ্ণিকাণ্ডে সিপিআইএম পার্টি অফিসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ স্থানীয় লোকজন রা আগুনের লেলিহান শিখা দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে খোয়াই থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু এর মধ্যে সিপিআইএম পার্টি অফিসটি পুড়ে ছারখার হয়ে যায়৷


এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ এ ব্যাপারে খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের করা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ৷এদিকে বিজেপির খোয়াই মন্ডল অফিসে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ কে বা কারা বিজেপি মন্ডল অফিসে অগ্ণিসংযোগ করে বলে জানা গেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷শাসক দল এবং বিরোধী দলের পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হয়ে উঠতে শুরু করেছে৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে৷


এর ফলে অশান্তির বাতাবরণ আরো চরম আকার ধারন করার আশঙ্কা দেখা দিয়েছে৷ শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷শুধু খোয়াই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলির পার্টি অফিসে অগ্ণিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে৷এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যকলাপ কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *