BRAKING NEWS

পাবিয়াছড়া বাজারে গণহারে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ কুমারঘাট এর পাবিয়াছড়া বাজারে একই রাতে পর পর আবারও তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে কুমারঘাট থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ দোকান ঘরের দরজা ভেঙ্গে চুরে দল ভিতরে ঢুকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য এর আগেও পাবিয়া ছড়া বাজারে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনা ঘটে৷ পরপর চুরির ঘটনা ঘটলো পুলিশ চোরদের টিকির নাগাল পায়নি৷


পরপর এসব চুরির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এইসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷উল্লেখ্য লকডাউন জনিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা সন্ধ্যারাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ঘরে চলে যান৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷লকডাউন চলাকালে পুলিশ ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও কার্যত পুলিশ কোনো টহল দিচ্ছে না বলে অভিযোগ৷


পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷ পরপর এসব ঘটনার পর পুলিশের অস্তিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷কুমারঘাট এবং পাবিয়া চোড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *