নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা পৌরনিগম এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে নির্মাণসামগ্রী দিনের-পর-দিন ফেলে রাখার ফলে মানুষের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷নির্মাণ সামগ্রী রাস্তার পাশে ২৪ ঘণ্টার বেশি সময় ফেলে রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরনিগমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে৷কিন্তু তারপরও দিনের-পর-দিন নির্মাণসামগ্রী রাস্তার পাশে রেখে নির্মাণ কাজ করানোর চেষ্টা করছেন অনেকেই৷
রাস্তার পাশে নির্মাণসামগ্রী জমিয়ে রাখার ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে৷ যানবাহন চলাচল এমনকি রাস্তায় মানুষ চলাচলের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে৷ এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের ফোর্স বাহিনী এডভাইজার চৌমুহনীতে অভিযান চালায়৷অভিযান চালিয়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে ফেলে রাখা ইট বালি সহ অন্যান্য নির্মান সামগ্রী তুলে নিয়ে যায়৷এলাকার অন্যান্যদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে ২৪ঘণ্টার বেশি সময় রাস্তার পা৯ণ্ড্র?-শে নির্মাণসামগ্রী ফেলে রাখা হলে সেগুলি পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী তুলে নিয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
শুধু রাজধানী আগরতলা শহরে নয় ,শহর এবং শহর টলি এলাকায় এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী এখন থেকে নিয়মিত এইসব বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে৷ শুধুমাত্র বেআইনিভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখার ক্ষেত্রে নয় ,ফুটপাত বিরোধী অভিযান চাঙ্গা করা হবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে৷