BRAKING NEWS

মজুরীর দাবীতে ধর্মঘটে সামিল আখাউড়া আইসিপির শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ সময়মতো ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে আখাউড়া চেকপোস্ট মজুররা ধর্মঘটে সামিল হয়েছেন৷ শনিবার সকাল থেকেই তারা ধর্মঘট শুরু করেন৷ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকেই মাল লোড-আনলোডের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন চেকপোস্ট কর্তৃপক্ষ তাদের টাকা মিটিয়ে দিচ্ছে না৷


লকডাউন পরিস্থিতিতে মজুরি টাকা সময়মত না পাওয়ায় তারা পরিবার প্রতিপালন করতে মারাত্মক সমস্যা সম্মুখীন হচ্ছে৷ সে কারণেই কর্তৃপক্ষের এ ধরনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছে৷যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া মজুরি টাকা মিটিয়ে না দেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলনে বহাল থাকবে বলে জানিয়েছে৷ এদিকে আখাউড়া চেকপোস্ট শ্রমিক ধর্মঘটের ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ উভয় দিকে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকে পড়েছে৷ অবিলম্বে এই সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তরফ থেকেও আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *