BRAKING NEWS

পৃথক দূর্ঘটনায় গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাইপাস রোড়ে বাইক ও সুকটির সংঘর্ষে আহত এক মহিলা৷ জানাযায় আহত মহিলা টি আর ০৮ এ ৫৫৮০ নাম্বারের পালসার বাইকে উনার এক সহকর্মীর সঙ্গে অফিসে যাচ্ছিলেন৷ জানাযায় বাইকটি টি আর ০৩ ই ৯৮৬৬ নাম্বারের এটকি সুকটির সঙ্গে সংর্ঘহয়৷ এতে করে মহিলা বাইকথেকে জাতীয় সড়কে ছিটকে পরেযায়৷ জাতীয় সড়কে ছিটকে পরাতে মহিলা গুরুতর আহতহয়৷ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পথচারীরা আহত মহিলাক ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়৷ সেখানে কর্তব্যরত চিকৎসক আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতলে স্থানান্তরিত করে৷ জানাযায় আহত মহিলা দক্ষিণ জোলাইবাড়ীর বাসিন্দা৷ উনার নাম কনিকা বিশ্বাস ( ৫০ )৷ তিনি জোলাইবাড়ী পোষ্ট অফিসে কর্মরত বলে জানাযায়৷


উত্তর ত্রিপুরা পানিসাগরের পদ্মবিল নতুনবাজারে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ দমকল বাহিনীর জওয়ানরা আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে পানিসাগর হাসপাতালে নিয়ে যায়৷বৃদ্ধার অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় একটি পোলট্রি ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ ঘটনা বিকেল পাঁচটা নাগাদ৷ স্থানীয় জনগণ অলটো গাড়ি আটক করতে সক্ষম হয়েছেন৷ অলটো গাড়ির চালকের অসাবধানতা কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পানিসাগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *