BRAKING NEWS

গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলার শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আব্দুল সত্তারকে প্রানে মারার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে আব্দুল ছাত্তার ইরানি থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷তাতে রীতিমতন প্রাণসংশয় পড়েছেন পঞ্চায়েত সদস্য আব্দুল ছাত্তার৷ বিষয়টি তিনি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের এনেছেন৷কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুস সাত্তারকে প্রাণে মারার হুমকি ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল সত্তার সহ নেতৃবৃন্দ৷

শেষ পর্যন্ত আব্দুল ছাত্তার এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান৷জেলা পুলিশ সুপার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ একশন পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি ঘটনাকে রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয় জনগণ৷ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এ ধরনের কার্যকলাপ সংঘটিত করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *