নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ণ এলাকায় খোয়াই নদীর ব্রিজের সামনে৷ সংবাদে জানা যায় আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার সময় দ্রুত গতিতে আসা এই মালবাহী বোঝাই ট্রেনটি বয়স ২৭ এর তাপস বিশ্বাস নামে এক ব্যাক্তিকে ধাক্কা দেয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের পুলিশ বাবুরা৷ সাথে সাথে ছুটে আসে মৃত সেই ব্যাক্তির আত্মীয় পরিজনরাও৷ পরে আত্মিয় পরিজনের কাছ থেকে জানা যায় যে দিন মজুর ছিল তাপস বিশ্বাস৷
কাজ থেকে বাড়ি ফেরার পথেই এই দূর্ঘটনা হয় বলে খবর৷সেই তাপস বিশ্বাসের বাড়ি ডি.এম কলোনি এলাকাতে৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রেন সামগ্রী খালি করে আগরতলা থেকে ধর্মনগর যাবার পথে ত্রিশাবাড়ি সংলগ্ণ রেলব্রীজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ রেলওয়ে পুলিশ অফিসার ঙ্ছজ্জ -মিনাল ক্লান্তি ভৌমিক এই বিষয়ে জানান৷