BRAKING NEWS

রাজ্যে করোনায় আরও সাতজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬৯১

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে অরও সাতজনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯১জন৷ এদিন আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে রাজ্যে৷সংবাদে প্রকাশ শুক্রবার রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৩৭৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এন্টিজেন এর মাধ্যমে৷ তাতে ৫১২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে আরটিপিসিআরে ১৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১৭৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিন মোট ৫১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬৯১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৬৯১ জনের মধ্যে উত্তর জেলায় ৮৬, ঊনকোটি জেলায় ১৮, ধলাই জেলায় ৬১, খোয়াই জেলায় ৫৩,, পশ্চিম জেলায় ৩০৪, সিপাহিজলায় ৬৪, গোমতী জেলায় ৪৯ এবং দক্ষিণ জেলায় ৫৬ জন৷


তাছাড়া এদিন মৃত্যু হয়েছে সাত জনের৷ তার মধ্যে পশ্চিম জেলার চারজন৷ সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় একজন করে মারা গিয়েছেন৷ সেই সাথে রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭১ জন রোগী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *