BRAKING NEWS

সর্পদংশনে নয় মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ সর্পদংশনে নয় মাসের শিশুর মৃত্যু৷ ঘটনা বিলোনিয়া থানাধীন চম্পকনগর এলাকায়৷ বাড়ির নিজ ঘরে বিছানায় ঘুমাচ্ছিল নয় মাসের শিশু৷ সুব্রত ভৌমিক এর নয় মাসের পুত্র সন্তান রিত্তিক ভৌমিক৷


জানা যায় একটি সাপ তাদের ঘরের বিছানায় রিত্তিক কে দংশন করে৷ সঙ্গে সঙ্গে ঋত্বিককে মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়৷ প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়৷ বিলোনিয়া হাসপাতালে আনার কিছুক্ষণ পরই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *