নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ চিকিৎসকের গাফিলতির ফলে ফের এক শিশু মৃত্যুর অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার বাসিন্দা জামাল হসেনের শিশু পুত্র জুবের আলি বুধবার গভীর রাতে বাড়িতে অসুস্থ হয়ে পরে৷ বুধবার ভোরে পরিবারের লোকজন তাঁকে নিয়ে ছুটে যায় সোনামুড়া হাসপাতালে৷ সেখানে যাওয়ার পর হাসপাতালের চিকিৎসকরা জানান সোনামুড়া হাসপাতালে করোনা আক্রন্ত রোগী পাওয়া গেছে৷ তাই সেখানে আপাতত স্বাস্থ্য পরিষেবা প্রদান বন্ধ৷ তখন পরিবারের লোকজন ঐ শিশুকে নিয়ে ছুটে যায় মেলাঘর হাসপাতালে৷ কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানান হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই৷
তাই ঐ শিশুকে আইজিএম হাসপাতালে রেফার করে দেন৷ জামাল হসেনের অভিযোগ ওনার অসুস্থ শিশু পুত্রকে রেগার করা হলেও হাসপাতালে কোন এ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না৷ একটা এ্যাম্বুলেন্স হাঁসপাতাল চত্বরে দাঁড়ানো থাকলেও হাসপাতালের চিকিৎসকরা জানান সেই এ্যাম্বুলেন্স অন্য রোগী নিয়ে এসেছে৷ এতে দীর্ঘ সময় চলে যায়৷ পরবর্তী সময় অন্য একটি এ্যাম্বুলেন্স আসলে তারা অসুস্থ শিশু জুবের আলিকে নিয়ে আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বিশ্রামগঞ্জের কাছাকাছি আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে জুবের আলি৷ তখন পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে এ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায়৷ মৃত শিশু জুবের আলীর বাবার অভিযোগ সঠিক সময় এ্যাম্বুলেন্স পাওয়া গেলে ওনার সন্তানকে বাঁচানো যেত৷