নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জিবি হাসপাতাল পরিদর্শনকালেহিসেব্ হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাদের মনের কথা বলতে না পারায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শন করতে গেলে জিবি হাসপাতালে অস্থায়ী কর্মচারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান৷ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অনেকেরই চাকরির মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে৷ কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে স্থায়ী হিসেবে ঘোষণা করা হয়নি৷
ফলে অবসরে যাওয়ার পর তারা সরকারি কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলে আশঙ্কা৷ এই সংকটময় মুহূর্তে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শন করতে গেলে অসহায় স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেন৷
তখন ঐ জিবি হাসপাতালে সুপার রঞ্জিতদা সহ অন্যান্য কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে দেখা করতে আপত্তি জানায়৷আর মাত্র দু’’মাস পর অবসরে যাবেন এমন এক স্বাস্থ্যকর্মীর মুখ্যমন্ত্রী কাছে আচল পেতে সাহায্য প্রার্থনা করেন৷তখন ঐ সুপার রঞ্জিতদা সহ অন্যান্যরা ওই স্বাস্থ্য কর্মীর সঙ্গে অশালীন ভাষায় কথাবার্তা বলেন বলে অভিযোগ৷ এমনকি মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি উপস্থাপন করতেন না পারেন সেজন্য বাধা দেওয়া হয়৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওইসব অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা৷ এসব অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অভিমত করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে চলেছেন৷কিন্তু এর বিনিময়ে তারা ন্যূনতম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷এসব ঘটনার প্রতিবাদে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার জিবি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷অবিলম্বে জিবি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের নিয়মিত করা সহ অন্যান্য দাবি পূরণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷