নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। বুধবার হাইকোর্টে তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ছবিটি মুক্তি পেয়েছে অনেকদিন হলো। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ সেপ্টেম্বর। গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য কেন্দ্র এবং বায়ুসেনার তরফ থেকে যৌথভাবে পিটিশন দায়ের করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ এস জি সঞ্জয় জৈন জানিয়েছেন, এই ছবি বায়ুসেনার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। লিঙ্গ বৈষম্যের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। তখন আদালতে তরফ থেকে জানানো হয় আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। এখন আর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এই মামলায় আদালত ধর্মা প্রোডাকশন, নেটফ্লিক্স এবং প্রাক্তন পাইলট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা কে নোটিশ জারি করেছে।