কিনসহাসা, ২ সেপ্টেম্বর (হি. স.) : আফ্রিকা মহাদেশের কঙ্গোতে মাঙ্কিপক্সের প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। আক্রান্ত হয়েছেন ১৪১ জন। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা, আক্রান্তদের অধিকাংশের বয়সই পাঁচ বছরের নিচে।
মাঙ্কিপক্স ভাইরাস এক ধরনের অর্থোপক্সভাইরাস, যার লক্ষণ গুটি বসন্তের মতো হলেও ততটা গুরুতর নয়। ১৯৮০ সালে বিশ্বের অধিকাংশ দেশ থেকে গুটি বসন্ত নির্মূল হলেও পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকায় মাঝেমধ্যেই মাঙ্কিপক্সের প্রকোপ দেখা যায়। রডেন্ট ও প্রাইমেট জাতীয় বন্যপ্রাণির মাধ্যমে মানুষের দেহে ছড়ায় এই ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের শরীর থেকেও সংক্রমিত হতে পারে ভাইরাসটি।
কঙ্গোর শানকুরু প্রদেশের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘মাঙ্কিপক্স হানা দেওয়ার ৩৩ দিনের মধ্যেই ১৪১ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। যেভাবে পাঁচ বছরের কম বয়সীরা এই রোগে আক্রান্ত হচ্ছে, সেটা অবশ্যই চিন্তার বিষয়। কেননা, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে মৃত্যুহার বাড়ার সম্ভাবনা বেশি।’ করোনার মধ্যে মাঙ্কিপক্স হানা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।