BRAKING NEWS

জিডিপির ঐতিহাসিক পতন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): জিডিপির ঐতিহাসিক পতন এবং পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দায়ী বলে জানিয়েছেন ওয়ানাডের এই সাংসদ। চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিক জিডিপির পতন হয়েছে -২৩.৯ শতাংশ।ভারতের স্বাধীনতার পর এত ব্যাপক জিডিপির পতন আর কোন কখনো হয়নি। এই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘মোদী মেড ডিজাস্টার’ জন্য দেশের এই হাল হয়েছে।

নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ঐতিহাসিক ভাবে জিডিপির পতন হয়েছে -২৩.৯ শতাংশ, বিগত ৪৫ বছরে বেকারত্বের হার সর্বাধিক, ১২ কোটি মানুষ নতুন করে কর্মহীন হয়ে পড়েছে, গোটা বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা ভারতে, কেন্দ্র রাজ্য সরকার গুলিকে জিএসটি সংক্রান্ত ক্ষতিপূরণ দেয়নি। এমনকি সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন। এসবই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ বহন করে চলেছে। সরকারের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের জন্যই এই অবস্থায় এসে দাঁড়িয়েছে দেশ। উল্লেখ করা যেতে পারে দেশের বেহাল আর্থিক পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধী এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছিলেন।মঙ্গলবার নিজের টুইট বার্তায় তিনি লিখেছিলেন, দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার প্রক্রিয়া নোট বন্দির মাধ্যমে শুরু হয়েছিল। এরপর থেকে ক্রমাগত সরকার ভ্রান্ত নীতি নিয়ে চলেছে। দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার প্রক্রিয়া নোট বন্দির মাধ্যমে শুরু হয়েছিল। এরপর থেকে ক্রমাগত সরকার ভ্রান্ত নীতি নিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *