নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকে বিহ্বল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের না থাকাটা আমাদের কাছে দুঃখের। যারা রাজনীতিতে আসতে চাইছেন এবং কোনও বিবাদ ছাড়া কাজ করে যেতে চান তাদের উচিত প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনকে আত্মস্থ করে অনুসরণ করা।
উল্লেখ করা যেতে পারে সোমবার বিকেলে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪।১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লালা রসের নমুনায় করোনা ধরা পড়ার ঘটনা তিনি নিজেই টুইটারে জানান। অস্ত্রোপচারের পর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। অবশেষে সোমবার ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। তার উল্লেখযোগ্য রাজনৈতিক জীবনে একাধিক মণিমুক্তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিরক্ষা থেকে অর্থ হয়ে বিদেশ মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পরম নিষ্ঠার সঙ্গে পালন করে গিয়েছেন। যোজনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। রাজনৈতিকভাবে মতাদর্শ ভিন্ন হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাযুজ্যতা বজায় রেখে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে গিয়েছেন। সেই দিকে আলোকপাত করেই অমিত শাহ একথা বলেছেন।