নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে পুরোদমে কাজকর্ম এবং শুনানি প্রক্রিয়া শুরু হল দিল্লির হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলি। ইতিমধ্যেই হাইকোর্টের তরফে পয়লা সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে হওয়া শুনানির তালিকা তৈরি করা হয়েছে। এদিন হাইকোর্টে পাঁচটি বেঞ্চের বিচারকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নিম্ন আদালতগুলি মঙ্গলবার থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি তালিকা তৈরি করে ফেলেছে।বর্তমানে শুধুমাত্র হাইকোর্টের পাঁচটি বেঞ্চ এর মধ্যেই শুনানি চলবে। করোনা বিধি মেনেই শুনানি প্রক্রিয়া চলবে আদালতে। সেই কারণে আদালত কক্ষের ভেতরে জনসমাবেশ সীমিত করা হয়েছে। প্রতিটা পক্ষের একজন করে উকিল আদালত কক্ষের ভেতর সফল করতে পারবে। আইনের পড়ুয়া, শিক্ষানবিশ আইনজীবী, জুনিয়র আইনজীবীরা বর্তমানে আদালত চত্বরে প্রবেশ করতে পারবে না।