গুয়াহাটি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ২৪ ঘণ্টার মধ্যে অসম সমেত গোটা উত্তর-পূৰ্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের ওয়েদার.কম-এ প্ৰকাশিত তথ্য মতে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় অসম, অরুণাচল প্ৰদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্ৰিপুরা এবং সিকিমে বিদ্যুৎ চমকানোর সঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের ওয়েবসাইটে আরও প্রকাশ করা হয়েছে, মণিপুরে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত চার দশকে চলতি বছরের আগস্টে সৰ্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এতো বৃষ্টি এ যাবৎকালে কোথাও হয়নি। আগস্টে বঙ্গপোসাগরে পাঁচ পাঁচবার নিম্নচাপ সৃষ্টি হয়ে রেকৰ্ড সৃষ্টি করেছে। ফলে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় ২৫ শতাংশ বেশি হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্যগুলির বাসিন্দাদের সতর্ক থাকতে আগাম জানানো হয়েছে।