নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে কংগ্রেস। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের উপর ভিত্তি করে সামাজিক মাধ্যমে অতি জনপ্রিয় এই দুটি মঞ্চের বিরুদ্ধে বিদ্বেষ মূলক অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে কংগ্রেস।
দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীর শাস্তি হওয়া উচিত। মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ভারতীয় গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের উপর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের হামলার দিকটি প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আমাদের দেশের মধ্যে কি হচ্ছে তার ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার কারও নেই। এমন কি বিদেশি কোম্পানিদেরও নেই। দ্রুত এই ঘটনা তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ করা যেতে পারে এই বিষয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধী। ফেসবুকের সঙ্গে বিজেপির অশুভ আতাত নিয়ে অভিযোগ তুলেছিলেন তিনি।