নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ফটিকরায় থানা এলাকার ফটিকছড়ি এডিসি ভিলেজ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম সুখময় দেববর্মা৷ ফটিকছড়ি এজিসিএস থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷
ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷