নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ জিবি হাসপাতালকে কোভিদ হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷এই উদ্যোগকে সফল করার লক্ষে জিবি হাসপাতাল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ পার্শবর্তী ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা৷জিবি হাসপাতালে ওই সব বিভাগে ভর্তি থাকা রোগীদের ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবনের স্থানান্তর করা হয়েছে৷
রবিবার সকাল থেকেই জিবি হাসপাতাল এর যাবতীয় চিকিৎসা পরিষেবা ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবন থেকে প্রদান শুরু করা হয়েছে৷জিপি হাসপাতালকে যাতে সম্পূর্ণভাবে কোভিদ হাসপাতাল হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ বলে জানা গিয়েছে৷জিবি হাসপাতাল থেকে বিভিন্ন বিভাগ ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবনের স্থানান্তরের ফলে রোগী এবং তাদের পরিবারের লোকজনদের মধ্যেও খুশির হাওয়া পরিলক্ষিত হয়েছে৷কেননা সরকারের এ ধরনের সিদ্ধান্তের ফলে রোগীরা করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে অনেকটাই বেঁচে যাবেন৷